০৭ নং চর রমিজ ইউনিয়নের ০১ নং এবং ০৫ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ জনাব আবদুল গোফরান ও জনাব আবদুস ছোবহান এর রিটারমেন্ট জনিত কারনে সুষ্ট শূন্যপদে অত্র ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাদের আগ্রহী প্রার্থীগনকে আগামী ৩১-০৭-২০১৭ ইং তারিখের মধ্যে স-হস্তে লিখিত আবেদন অত্র ইউনিয়নের অফিস চলাকালীন সময়ে জমা দেওয়ার জন্য আহব্বান করা গেল।
শিক্ষাগত যোগ্যতাঃ
এস.এস.সি/সমমান
প্রয়োজনীয় কাগজপত্রঃ
১্। শিক্ষা সনদের সত্যায়িত ফটোকপি-০১ সেট।
২। জাতীয় পরিচয় পত্রের ফটোকপি-০১টি।
৩।সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি-০৩ কপি।
৪। নাগরিক সনদ-০১ কপি।
বিঃ দ্রঃ মোটর সাইকেল চালানো জানা প্রার্থীগনকে অগ্রাধিকার দেওয়া হইবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস