নদীঃ ০১ টি, মেঘনা।
মেঘনা তীর ঘেষে ০৭ নং চর রমিজ ইউনিয়নের সীমানা । আমাদের এলাকাই নদী বলতে এই মেঘনা। যার করাল ঘ্রাষ আমাদের অনেক কে করছে চন্ন ছাড়া। আবার এই মেঘনায় মাছ ধরে অত্র ইউনিয়নের জেলেরা যেমন তাদের সংসার চালায় তেমনি অত্র ইউনিয়ন সহ শহরে ও মাছ সরবরাহ করে।
নদী মাতৃক এলাকা বলে খাল আমাদের ইউনিয়ন কে জালের মত ছড়িয়ে রেখেছে। এসব খাল বর্ষায় প্রচুর মাছ পাওয়া যায়।
মাছ বিক্রি করে অনেকে জীবিকা চালায়। আবার জোয়ারে এসব খালের মধ্য দিয়ে জোঁয়ার অতি দ্রুত ঢুকে ফসলি জমি নষ্ট করে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস