Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ০৭ নং চর রমিজ ইউনিয়ন

                                                   এক নজরে

                                 ০৭ নং চর রমিজ ইউনিয়ন পরিষদ 

    ডাকঘরঃ বিবির হাট, উপজেলাঃ রামগতি, জেলাঃ লক্ষ্মীপুর।

০১

ইউনিয়নের নাম

০৭ নং চর রমিজ ইউনিয়ন।

০২

অবস্থান ও আয়তন-

লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলাধীন অর্ন্তগত বিবির হাট বাজারে অবস্থিত।  প্রায় ১৬ বর্গ মাইল । দূরত্ব- জেলা সদর থেকে ৪০ কিঃ মিঃ

০৩

সীমানা-

উত্তরে ৩  নং চর পোড়াগাছা ইউ পি, রামগতি ,লক্ষ্মীপুর পূর্বে ০৯ নং চর গাজী এবং রামগতি-নোয়াখালী ভুলয়া নদী, পশ্চিমে- ০৬ নং চর আলগী ইউনিয়ন পরিষদ, লক্ষ্মীপুর সদর, দক্ষিনে ০৮ নং বড়খেরী ইউপি , এবং মেঘনার মায়াবী ছোঁয়া ষেঁসে অত্র ইউনিয়নের সীমানা।

০৪

জন্ম নিবন্ধন অনুযায়ী  জনসংখ্যা-

৬৪,৭৫৬ জন (৩১/১২/২০১৭ অন লাইন তথ্য অনুযায়ী)

০৫

ভোটার সংখ্যা-

 

 

০৬

মোট পরিবার/খানার -

হোল্ডিং নং অনুযায়ী -৮১১৭, লোক সংখ্যার ঘনত্ব-২৯৭৫ জন

০৭

জনবল-

চেয়ারম্যান ০১ জন,ইউ,পি পুরুষ সদস্য ০৯, ইউ,পি মহিলা সদস্যা ০৩ জন, সচিব ০১ জন, উদ্যোক্তা ০২ জন, দফদার ০১ জন, গ্রাম পুলিশ ০৯ জন।

০৮

গ্রাম-০৪ টি

চর মেহার, চর গোসাই, চর আফজল, চর রমিজ।

০৯

ওয়ার্ড-০৯ টি

চর মেহার-০১ নং, চর মেহার-০২ নং, চর গোসাই-০৩ নং, চর মেহার-০৪ নং, চর আফজল-০৫ নং, চর আফজল-০৬ নং, চর রমিজ-০৭ নং, চর রমিজ-০৮ নং, চর রমিজ-০৯ নং।

১০

মৌজা-০৪টি/ জমির পরিমাণ-

 

মোট- ৪২৬৫ একর (পকুর জলাশয় সহ) আবাদী জমির পরিমান ৩২৭৮ একর, এক ফসলী জমি- ৯০ একর, দুই ফসলী জমি-২৮০০ একর ,তিন ফসলী জমি- ৫৫০ একর বাৎসরিক খাদ্য চাহিদা ১৫০ মেঃ টন। আউস ২১০ হেঃ, আমন- ৫৫৫ হেঃ,  বোর ৮৬০ হেঃ

১১

শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার হার-

কলেজঃ নেই। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়-০৪ টি (ক) বিবির হাট রশিদিয়িা উচ্চ বিদ্যালয় (খ) পূর্ব চর মেহার আদর্শ উচ্চ বিদ্যালয় (গ) চর আফজল আজাদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় (গ) চর মেহার আজিজিয়া উচ্চ বিদ্যালয়। শিক্ষার হার ৬৬%, স্বাক্ষরতার হার-৮৭%,

১২

প্রাথমিক বিদ্যালয় -২০টি

 

 

১৩

মাদ্রাসা/এতিমখানা মোট-২১টি

আলিম মাদ্রাসা-০১ টি, এবতেদায়ী-০৭টি, অন্যান্য-১৩টি।

১৪

কিন্ডার গার্টেন- ২টি

ফুলকুঁড়ি একাডেমী, চোধুরী বাজার একাডেমী।

১৫

স্বাস্থ্য সেবা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ১টি, কমিউনিটি ক্লিনিক-০৬টি।

১৬

সরকারী অফিস

পোষ্ট অফিস -০২ টি, (বিবির হাট-পোষ্ট কোড-৩৭৩২),(রামদয়াল বাজার পোস্ট কোড-৩৭৩০)।ভূমি অফিস, কাজী অফিস, কৃষি অফিস,।

১৭

ইজারাকৃত বাজার- ০৩ টি

 

বিবির হাট তোহা বাজার, বিবির হাট গো-হাটা, চৌদুরী বাজার।

১৮

ব্যাংক-১ টি

০১। রুপালী ব্যাংক লিঃ

১৯

বীমা প্রতিষ্ঠান- ৩টি

(ক)  ফারিষ্ট লাইফ ইন্স্যুরেন্স (খ) প্রগতি লাইফ ইন্সুরেন্স (গ) পপুলার লাইফ ইন্সুরেন্স, (ঘ) ন্যাশানাল লাইফ ইঃ, (ঙ) ডেলটা লাইফ ইঃ

২০

পল্লী সঞ্চয় ব্যাংক- ১টি

এটি একটি সরকারী সমিতি যার অধীনে প্রত্যেক ওয়ার্ডে ১২০ জন করে সদস্য রয়েছে (একটি বাড়ি একটি খামার প্রকল্প-ঋন সহায়তা প্রতিষ্ঠান)

২১

এন জি ও-০৫ টি

আশা, ব্র্যাক, পদবী, এসো, দীবা।

২২

ধর্মীয় প্রতিষ্ঠান

মসজিদ-৬৮টি, মন্দির-০৫টি।

২৩

সরকারী অনুমোদিত বীজ/সার/খুছরা বিক্রয় কেন্দ্র

বীজ বিক্রয় কেন্দ্র -০৩ টি, সার বিতরন কেন্দ্র -০৪ টি, খুচরা বিক্রয় কেন্দ্র-০৩ টি, স্বল্প মূল্যে চাউল বিক্রয় কেন্দ্র-০৫ টি

২৪

ঈানি ব্যবস্থাপনা প্রকল্প ও নলকূপ

ঈানি ব্যবসস্থাপনা প্রকল্প-৩টি  শক্তি চালিত পাম্প-১১৩, নলকুপ-গভীর ৫৩টি অগভীর-৫৫০টি, সেচ চালিত জমির পরিমান-৮৬০ হেক্টর।

২৫

রাস্তা/ব্রীজ/খাল পুকুর সংখ্যা

পাকা রাস্তা-৩৫ কিঃমিঃ, কাঁচা রাস্তা-৪০ কিঃ মিঃ ,সলিং -২০ কিঃ মিঃ।

০৯ টি ব্রীজ, কালভার্ট-৮৭ টি, খালে সংখ্যা ০৮ টি , ১৮ কিঃ মিঃ। পুকুর ১৫৮৫৩

 

২৬

শিল্প কারখানা

রামগতি সুয়েটার ফ্যাক্টোরী ০১টি, রাইচ মিল-৫টি, ব্রিক ফিল্ড ০৮টি । পল্ট্রি খামার ৪৮টি।

২৭

ঐতিহাসিক স্থান (মাজার) ২টি

বিবির হাট বাঁশতলী শাহী দরবার শরীফ, ফকির মনু দরবেশ সাহেবের মাজার।

২৮

আশ্রায়ন কেন্দ্র

আশ্রায়ন কেন্দ্র-১৬ টি

২৯

গণকবর

-১টি

৩০

ইউনিয়ন পরিষদের প্রধান কার্যাবলী

1. প্রশাসন ও সংস্থাপন বিষয়াদি

2. জনশৃংখলা রক্ষা

3. জনকল্যাণমূলক কার্য সম্পর্কিত সেবা

4. স্থানীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সম্পর্কিত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন।

দ্বিতীয় তফসিলে বর্ণিত ইউনিয়ন পরিষদের কার্যাবলিঃ-

1. পাঁচশালা ও বিভিন্ন মেয়াদী উন্নয়ন পরিকল্পনা তৈরি।

2. পল্লী অবকাঠামো উন্নয়ন , সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ।

3. শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা কার্যক্রম সম্পর্কিত।

4. স্বাস্থ্য ,পরিবার পরিকল্পনা সম্পর্কিত কার্যক্রম বাস্তবায়ন।

5. কৃষি,মৎস্য ও পশুসম্পদ ও অন্যান্য অর্থনৈতিক উন্নয়নে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ।

6. মহামারী নিয়ন্ত্রণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ।

7. কর,ফি,টোল,ফিস ইত্যাদি ধার্যকরণ ও আদায়।

8. পারিবারিক বিরোধ নিরসন,নারী ও শিশুকল্যান সম্পর্কিত প্রয়োজনীয় কার্যক্রম সম্পাদন।

9. খেলাধূলা,সামাজিক উন্নতি সংস্কৃতি ইত্যাদি কার্যক্রমে প্রয়োজনীয় উদ্যো্গ গ্রহণ ও সহযোগিতা প্রদান।

10. পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

11. আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের অর্পিত দায়িত্ব পালন ও প্রওয়াজনীয় কার্যক্রম গ্রহণ।

12. জম্ম-মৃত্যু নিবন্ধীকরণ।

13. সরকারি স্থান উন্মুক্ত জায়গা, উদ্যান ও খেলার মাঠের হেফাজত করণ।

14. ইউনিয়ন পরিষদের রাস্তায় ও সরকারী স্থানে বাতি জ্বালানো।

15. বৃক্ষরোপন ও সংরক্ষন এবং বৃক্ষসম্পদ চুরি ও ধ্বংস প্রতিরোধ।

16. কবরস্থান,শ্মশান, জনসাধারণের সভার স্থান ও অন্যান্য সরকারি সম্পত্তির রক্ষণাবেক্ষণ ও পরিচালনা।

17. জনপথ,রাজপথ ও সরকারি স্থানে অনধিকার প্রবেশ রোধ এবং এসব স্থানে উৎপাত ও তার কারণ বন্ধ করা।

18. জনপথ ও রাজপথের ক্ষতি , বিনষ্ট বা ধ্বংস প্রতিরোধ করা।

19. গোবর ও রাস্তার আবর্জনা সংগ্রহ , অপসারণ ও ব্যবস্থাপনা নিশ্চিত করা।

20. অপরাধমূলক ও বিপদজনক ব্যবসা নিয়ন্ত্রন ।

21. মৃত পশুর দেহ অপসারন ও নিয়ন্ত্রন এবং পশু জবাই নিয়ন্ত্রন।

22. ইউনিয়নে নতুন বাড়ি, দালান নির্মান ও পুনঃ নির্মান এবং বিপদজনক দালান নিয়ন্ত্রন ।

23. কুয়া পানি তোলার কল,জলাধার, পুকুর,এবং পানি সরবরাহের অন্যান্য উৎসের ব্যবস্থাপনা ও সংরক্ষণ।

24. খাবার পানির উৎসের দূষণ রোধ এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর সন্দেহযুক্ত কহপ,পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানের পানি ব্যবহার নিষিদ্ধ করা।

25. খাবার পানির জন্য সংরক্ষিত কহপ, পুকুর বা পানি সরবরাহের অন্যান্য গাছ ভিজানো নিষিদ্ধ বা নিয়ন্ত্রন করা।

26. পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানে বা নিকটবর্তী স্থানে শন, পাট বা অন্যান্য গাছ ভিজানো নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করা।

27. আবাসিক এলাকার মধ্যে চামড়া রং করা বা পাকা করা নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করা।

28. আবাসিক এলাকার মাটি খনন করিয়া পাথর বা অন্যান্য বস্ত উত্তোলন নিষিদ্ধ বা নিয়ন্ত্রন করা।

29. আবাসিক এলাকার মাটি খনন করিয়া পাথর বা অন্যান্য বস্ত্ত উত্তোলন নিষিদ্ধ বা নিয়ন্ত্রন করা।

30. অগ্নি,বন্যা,শিলাবৃষ্টিসহ ঝড়,ভূমিকম্প বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় তৎপরতা গ্রহণ ও সরকারকে সার্বক্ষণিক সহায়তা প্রদান।

31. বিধবা,এতিম,গরীব ও দুঃস্থ ব্যক্তিদের তালিকা সংরক্ষণ ও সাহায্য করা।

32. সমবায় আন্দোলন ও গ্রামীন শিল্পের উন্নয়ন ও উৎসাহ প্রদান।

33. বাড়তি খাদ্য উৎপাদনের ব্যবস্থা গ্রহণ।

34. গবাদিপশুর খোয়াড় নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা গ্রহণ।

35. প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থা করা।

36. ইউনিয়নের বাসিন্দাদের নিরাপত্তা , আরাম-আয়েশ বা সুযোগ সুবিধার জন্য প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা গ্রহণ।

37. ই-গভর্ণেন্স চালু ও উৎসাহিতকরণ।

38. ইউনিয়ন পরিষদের মত সদৃশ কাজে নিয়োজিত অন্যান্য সংস্থার সাথে সহযোগিতা সম্প্রসারণ।

39. সরকার কর্তৃক সময়ে আরোপিত দায়িত্ববলী।

 

৩১

মাসিক কার্যক্রম-

মাসিক সভা

২। জম্ম,মৃত্যু নিবন্ধন ও সনদ বিতরণ

৩। ভি,জি,ডি/ভি,জি,এফ বিতরণ

৪। আইন শৃঙ্খলা রক্ষা

৫। গ্রাম আদালত পরিচালনা

৬। তথ্য সেবা কেন্দ্রের কার্যক্রম পরিচালনা

৭। বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা

 

৩২

সাংগঠনিক কাঠামো

চেয়ারম্যান ১

মহিলা সদস্য ৩

পুরুষ সদস্য ৯

সচিব ১

গ্রামপুলিশ ৯ দপাদার-০১

উদ্দোক্তা ০২