চর রমিজ ইউনিয়নের বিবির হাট বাজারের মধ্যখানে এই দরবার শরীফ অবস্থিত।
যোগাযোগঃ রামগতি উপজেলা পরিষদ থেকে সিএনজি/টেম্পু/অটোরিক্সা/মোটারসাইকেল/ যোগে বিবির হাট বাজার, বাজার মধ্যখানে এই দরবার শরীফ অবস্থিত।
যোগাযোগঃ রামগতি উপজেলা পরিষদ থেকে সিএনজি/টেম্পু/অটোরিক্সা/মোটারসাইকেল/ যোগে বিবির হাট বাজার, বাজার মধ্যখানে এই দরবার শরীফ অবস্থিত।
বিবিরহাট বাঁশতলী শাহী দরবার শরীফঃ
অলি-আউলিয়ার দেশ বাংলাদেশ। পীর মাশায়েখ,গাউস,কুতুব,দরবেশ,ফকির একসময় এদেশে ইসলাম প্রচারের নিমিত্তে আসে। এ দেশের অলিতে, গলিতে, বনে-জঙ্গলে নিবৃতে শুয়ে আছেন অসংখ্য সাধক পুরুষ। রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নের বিবিরহাট বাজারে অবস্থিত বিবিরহাট বাঁশতলী দরবার শরীফ।
ডাঃ ছায়াদাত আহাম্মদ নামে একজন অলি এখানে আসেন।মাজার কর্তৃপক্ষ জানায় উনি সরাসরি মদিনা থেকে আসেন।দীঘদিন এখানে তিনি হোমিও ডাঃ হিসাবে খ্যাতি লাভ করেন। আল্লাহর ইবাদতের মধ্যে নিজকে সারাক্ষন নিয়োজিত রাখতেন। রাতের বেলা আল্লাহর দরবারে ভক্তদের জন্য দোয়া ও জিকিরে মসগুল থাকতেন।সারা বাংলাদেশে ভক্তবৃন্দ প্রতিবছর বার্ষিক ওরশে উপস্থিত হয়ে থাকেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস